• শনিবার ২৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১৫ ১৪৩১

  • || ২১ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা সরকারের বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ : শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না’ অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি সরকার শিক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে: প্রধানমন্ত্রী অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, কুড়িয়ে নিতে হবে বারবার ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আ. লীগ নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ ভারতের সঙ্গে বাংলাদেশের ১০ চুক্তি সই

সেনাবাহিনীর নামে ট্রেনের টিকিট নেয়ার চেষ্টা, যুবক আটক

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৬ জুন ২০২৪  

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর পিয়ন পরিচয়ে টিকিট নেয়ার সময় একরামুল হক সম্রাট (৩৫) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা। এসময় চট্টগ্রাম সেনানিবাসের সাতটি নথি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ৩ জুলাইয়ের অগ্রিম সাতটি টিকিট বুকিং করতে গিয়ে আটক হন তিনি।

স্টেশন সংশ্লিষ্টরা জানান, যুবক একরামুল হক সম্রাট টিকিট নেয়ার জন্য সঙ্গে আনেন চট্টগ্রাম সেনানিবাসের সাতটি নথি। নথিতে স্বাক্ষর থাকলেও তারিখ ও আসন উল্লেখ না থাকায় বুকিং সংশ্লিষ্টদের সন্দেহ হয়। একই সময় সাদা পোষাকে দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞেস করে অসঙ্গতি পর্যবেক্ষণ করে আটক করে।

জানা গেছে, পেশায় তিনি বাসের সুপারভাইজার হলেও প্রথমে নিজেকে সেনাবাহিনীর পিয়ন পরিচয় দেয়। পরে জিজ্ঞাসাবাদে জানায় ঢাকায় সেনা সদস্য পরিচয়ে রফিকুল নামে এক ব্যক্তি তাকে অগ্রিম টিকিট সংগ্রহের জন্য নথিগুলো দেন।

আটক একরামুল হক সম্রাট সময় সংবাদকে বলেন, ঈদের পরে ঢাকায় সেনাসদস্য পরিচয়ে রফিকুল নামে এক ব্যক্তি আমাকে অগ্রিম টিকিটগুলো সংগ্রহ করতে বলে। আগামী ৩ জুলাইয়ের জন্য টিকিট নিতে আসলে তারা আমাকে আটক করে। পরে জানতে পারলাম কাগজগুলো ভুয়া। বিষয়টি না বুঝে নথিগুলো গ্রহণ করেছি।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ সময় সংবাদকে বলেন, যখন আমাদের বুকিং সংশ্লিষ্টদের কাছে বিষয়টি সন্দেহ হয়, তখন আমরা আরএনবি সদস্যদের হাতে তাকে তুলে দেই।

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবির উপ পরিদর্শক মাহিদুল ইসলাম মাহিদ বলেন, তাকে আটকের সময় সে নিজেকে সেনাবাহিনীর পিয়ন পরিচয় দেয়। পরে কাগজে অনেক ত্রুটি থাকায় আমাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা বাদ করি। এর মাঝে সে জানায় তাকে টিকিটগুলো সংগ্রহ করতে বলা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে, একই সাথে নথিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

আটক একরামুল হক সম্রাট পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম হেলালের ছেলে। এর আগে টিকিট কালোবাজারি করতে গিয়ে গত ২০২২ সালে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে র‍্যাবের হাতে আটক হয় সে।