• বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৯ জ্বিলহজ্জ ১৪৪৫

আজকের পটুয়াখালী
ব্রেকিং:
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছে সরকার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা আমার নেই : শেখ হাসিনা সহজে এলডিসি উত্তরণে সুইডেনের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন, তা আদালতে প্রমাণিত: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না’ অভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছি সরকার শিক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে: প্রধানমন্ত্রী অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, কুড়িয়ে নিতে হবে বারবার ভস্ম থেকে জেগে উঠেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত: প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় আ. লীগ নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আজ ভারতের সঙ্গে বাংলাদেশের ১০ চুক্তি সই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল দিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা হাসিনা-মোদী বৈঠক আজ সংলাপের মাধ্যমে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পটুয়াখালীতে ক্ষতি ২৯ কোটি টাকা

আজকের পটুয়াখালী

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে পটুয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃত্যু হয়েছে ৩ জনের। এখনো পানিবন্দি হয়ে আছে হাজার কয়েক পরিবার। বাতাসের চাপ না থাকলেও উপকূলের আকাশ ঘনকালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। অনেক স্থানে এখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যমতে, জেলায় ৩হাজার ৫শ’ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে, হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। ৯ হাজার ১শ’ ৫ টি পুকুর, ৭শ’ ৬৫ টি মাছে ঘের এবং ১শ’ ২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে মৎস্য চাষীদের ১৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলায় ক্ষয়-ক্ষতির পরিমান ২৮ কোটি ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে জেলা ত্রান কর্মকর্তা।
এছাড়াও পটুয়াখালীতে ৩ কিলোমিটার এবং কলাপাড়া উপজেলায় ৪ কিলোমিটার বেরীবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে অনেক স্থানের বিদ্যুতের খুটি ভেঙে পড়ে আছে। গত দুইদিন ধরে বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা। জেলার বিভিন্নস্থানে পড়ে থাকা গাছ অপসারনে স্থানীয়দের পাশাপাশি কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌপুলিশ।
এদিকে আজ মঙ্গলবার হেলিকপ্টারে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন পূর্নবাসন ও ত্রান প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান। ঘূর্নিঝড় উপদ্রুত এলাকা পরিদর্শনে আসতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন খবর এলকায় প্রচার হলেও পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর সফর বিষয়ে অফিসিয়ালী এখনো চিঠি তিনি পাননি।  
অপর এক প্রশ্নের জবাবে পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা মন্ত্রনালয়ে প্রেরন করা হয়েছে। আশা করছি ক্ষতিগ্রস্থরা সহায়তা পাবে।